• কোলাঘাটে জাতীয় সড়কের উপর লাগানো হল শক্তিশালী ক্যামেরা
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তার হদিশ পেতে যথেষ্ট বেগ পেতে হতো পুলিসকে। এমনকী, অপরাধীদের নাগাল পাওয়াও দুষ্কর ছিল। সেই সমস্যার সমাধানে এবার জাতীয় সড়কে অতি শক্তিশালী ক্ষমতাযুক্ত ক্যামেরা বসাল বাগনান থানা। ওই ক্যামেরার পোশাকি নাম নম্বর প্লেট রিডার (এনপিআর)। জাতীয় সড়কের কোলাঘাট ব্রিজের ১০০ মিটার আগে আপ ও ডাউন লেনে এই ধরনের দু’টি ক্যামেরা বসানো হয়েছে। সূত্রের খবর, কোনও গাড়ি ১০০ কিলোমিটারের বেশি বেগে চললেও এই ক্যামেরা সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেটের ছবি তুলতে সক্ষম। এমনকী কোন কোম্পানির গাড়ি, তাও ধরা পড়বে ক্যামেরায়। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের কর্তাদের মতে, প্রয়োজনে এই ধরনের ক্যামেরা আরও লাগানো হবে। বাগনান থানার আইসি অভিজিৎ দাস বলেন, হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সুপার স্বাতী ভাঙ্গালিয়ার নির্দেশে এই ক্যামেরা লাগানো হয়েছে। যাতে খুব সহজেই অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়। তিনি জানান, জাতীয় সড়কে যেসব ক্যামেরা লাগানো রয়েছে, সেগুলি ততটা শক্তিশালী না হওয়ায় দুর্ঘটনার পর গাড়ি নিয়ে দ্রুতগতিতে কেউ পালালে সেই ছবি ধরা পড়ত না। এবার তা হবে না। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের কর্তারা বলেন, কোলাঘাট দুই জেলার সীমান্ত এলাকা। ফলে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকারণে আপাতত এখানেই ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরার কন্ট্রোল রুম পুলিস সুপারের অফিসের পাশাপাশি বাগনান থানাতেও থাকবে। 
  • Link to this news (বর্তমান)