তৃণমূল কংগ্রেসে 'প্রবীণদের অবসর' নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। এটা সময়ে প্রকাশ্যে এই নিয়ে নবীন-প্রবীণ ফাটল দেখা গিয়েছিল দলে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংগঠনের রাশ হাতে নেন। তবে পরে ফের অভিষেক ময়দানে নেমে দলের সংগঠনকে নেতৃত্ব দেন। একের পর এক নির্বাচনে সেনাপতি হিসেবে দলকে জিতিয়েছেন। এই আবহে ফের একবার দলে রদবদল আনার বিষয়ে সক্রিয় হয়েছেন অভিষেক। এই নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকাও পাঠিয়েছেন। আর এহেন অভিষেকের জন্মদিনেই 'প্রবীণ' কল্যাণ বললেন, রাজনীনিতে বয়স কোনও বিষয় নয়। আর নিজের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কল্যাণের হাতিয়ার মার্কিন নির্বাচন।
৭৮ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প সদ্য আমেরিকায় নির্বাচনে জিতেছেন বিপুল ব্যবধানে। সেই প্রসঙ্গ টেনে এনেই গতকাল কল্যাণ বলেন, 'মার্কিন জনতা শিক্ষিত হলেও তাঁরা লিঙ্গবাদী। তাই দু’বারই মহিলা প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্প জিতেছেন। এদিকে ট্রাম্পের বয়স ৭৮। তাঁর জয় প্রমাণ করে দিল, রাজনীতিতে বয়স কোনও বিষয় নয়।' পরে অভিষেক ইস্যুতে কল্যাণ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেকই যে প্রশাসনে আসবেন, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে তিনি কবে প্রশাসনে আসবেন, তা ঠিক করবেন মমতাই।'
এদিকে কল্যাণের এই মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। আর 'নবীন সেনাপতি' স্পষ্ট করে দিলেন, কল্যাণ যাই বলুন না কেন, তাঁর দলে বয়সটা একটা ফ্যাক্টর। অভিষেক এই নিয়ে বলেন, 'সে তো জো বাইডেনেরও বয়স ৮১ বছর। কিন্তু সমাজে এই অংশের সংখ্যা কত? বয়স একটা ফ্যাক্টর। পঁয়ষট্টির পরে অনেক কিছুই করা যায় না' প্রসঙ্গত, একটা সময় অভিষেকের বিরুদ্ধে নানান ইস্যুতে সমালোচনা করতে শোনা গিয়েছিল কল্যাণকে। এমনকী কোভিডকালে অভিষেকের 'ডায়মন্ড হারবার মডেলকে' কটাক্ষ করেছিলেন। তবে সম্প্রতি সেই 'সুর' বদলেছে। সংসদীয় কমিটির বৈঠকে হাত কেটে যাওয়ার পরে অভিষেকই নাকি তাঁকে প্রথম মেসেজ করেছিলেন। এই আবহে অভিষেককে শ্রীরামপুরে নিয়ে গিয়ে জনসভা করাবেন বলে দাবি করেছিলেন কল্যাণ।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে প্রবীণদের টিকিট দেওয়া নিয়ে তৃণমূলের অন্দরে কিছুটা মতানৈক্য ছিল বলে কানাঘুষো শোনা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যয় এই নিয়ে নিজের মত সেই সময়ও স্পষ্ট করে দিয়েছিলেন। তারপরও লোকসভার প্রার্থিতালিকায় নাম ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। তবে এই তিন প্রবীণ নেতার হয়ে প্রচার করতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।