• ফের ঘনাচ্ছে নিম্নচাপ! কোন দিকে ধেয়ে আসছে এই নতুন ঘূর্ণাবর্ত?
    ২৪ ঘন্টা | ০৮ নভেম্বর ২০২৪
  • অয়ন ঘোষাল: উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত আজ সন্ধ্যে অথবা আগামীকাল নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হওয়ার পর তার অভিমুখ কোন দিকে থাকে এবং তা আরোও শক্তি সঞ্চয় করে কিনা সেদিকে নজর থাকবে আবহাওয়া দফতরের।

    শীতের আমেজ

    নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। ১৫ই নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে পশ্চিমবঙ্গে। নভেম্বরের ২১ তারিখ থেকে উল্লেখ্যযোগ্য ভাবে হ্রাস পাবে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলায় শীত অনুভূত হবে এই মাসের তৃতীয় সপ্তাহেই।

    দক্ষিণবঙ্গ

    আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দু একটি জেলার কোন কোন অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গে নভেম্বরের ১৩ তারিখ থেকে আবহাওয়া পরিবর্তন। ১৫ তারিখ থেকে উত্তুরে হওয়ার প্রভাব বাড়বে। আজ শুক্র ও কাল শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমতে শুরু করবে জলীয় বাষ্পের পরিমান। সোমবার থেকে গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া। ভোরে ও রাতে হালকা হিমের পরশ। কোনো কোনো জেলায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

    পুজোর আবহাওয়া

    রবিবার জগদ্ধাত্রী পূজার নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলাতে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে।

    উত্তরবঙ্গ

    উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং ও কালিম্পং হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এর সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি উত্তরের জেলায় সোমবার থেকে শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে।

    কলকাতা

    পরিষ্কার আকাশ। ভোরের দিকে আঞ্চলিক ভাবে কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা। শনিবার থেকে সামান্য তাপমাত্রা পতনের ইঙ্গিত। সোমবার থেকে কিছুটা নামবে তাপমাত্রা।

    পরিসংখ্যান

    রাতের তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান দিনে ৯৩ শতাংশ। রাতে ৫৬ শতাংশ। বৃষ্টি নেই।

     

  • Link to this news (২৪ ঘন্টা)