• ‘বিজেপি কর্মীরা আবাসের বাড়ি পেতে দাদাকে ফোন করুন’, তৃণমূল নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৪
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: আবাস যোজনা ইস্যুতে এবার বেফাঁস পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা। বললেন, “বিজেপি কর্মীরা আবাসের বাড়ি পেতে দাদাকে ফোন করুন।” পাশাপাশি দলের নেতাদের কর্মীদের গোপনে বাড়ি পাওয়া পদ্ধতি বলে দেবেন বলেও মন্তব্য করেন। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। স্থানীয় বিজেপি নেতাদের কথায়, অগণতান্ত্রিক কথা বলছেন ওই তৃণমূল নেতা।

    পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ পঞ্চায়েতের তৃণমূল সমিতির সভাপতি স্বপন মাইতি। তৃণমূলের তরফে আয়োজন করা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে শামিল হয়েছিলেন তিনি। সেখানেই আবাস যোজনার বাড়ি প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করেন তিনি। বলেন, “অনেক কর্মীরা ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করছেন বাড়ি নিয়ে। আমরা প্রধান ও অঞ্চল সভাপতিদের বলেছি কী কী করতে হবে। দলের লোকদের গোপনে বলছি, কিন্তু বিজেপি কর্মীদের বলব না। বিজেপি কর্মীরা ঘুরঘুর করছে আবাস যোজনায় নাম নেই কেন জানার জন্য। আরে, তোমার দাদাকে ফোন করে বলো, আবাস যোজনার বাড়ি দিতে।”

    এ প্রসঙ্গে বিজেপি নেতা গৌর কিশোর মোহান্তি বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যে মন্তব্য করেছেন সেটা ভয়ংকর অগণতান্ত্রিক। যে কোনও প্রকল্প এলেই তৃণমূল কর্মীরা টাকা লুঠ করেন। বিডিওর-ও কোনও ক্ষমতা নেই গণতান্ত্রিকভাবে কাজ করার। আবাস যোজনর বঞ্চিতদের যে তালিকা তৈরি হয়েছে তার সার্ভের সময়ও তৃণমূল নেতারা প্রসাশনিক কর্তাদের সঙ্গে সঙ্গে ঘুরছেন বলেও দাবি করেন তিনি। পালটা পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, “বিজেপির অভিযোগের কোনও জায়গা নেই। কেন্দ্র আজ তিনবছর ধরে একশো দিনের কাজের টাকা দেয়নি।”
  • Link to this news (প্রতিদিন)