জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে চন্দননগর। আজ সপ্তমী। তবে ষষ্ঠী থেকেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনিতে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে ১৭৭টি পুজো হয়। এ ছাড়াও ছোট-বড় মিলিয়ে শহরের অলিগলিতে হয় আরও অনেক পুজো। পাঁচ দিন ধরে উৎসবে মেতে থাকেন চন্দননগরবাসী। সপ্তমীর ভিড় ষষ্ঠীকে টপকাতে পারে কি না, সেই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া, কবে থেকে শীতের আমেজ
কবে আসবে শীতকাল? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হবে। তার পর থেকেই মিলতে পারে শীতের আমেজ। আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
ইজ়রায়েল-হামাস দ্বন্দ্বের এক বছর পেরিয়েছে। শান্ত হয়নি পশ্চিম এশিয়ার রণাঙ্গন। আমেরিকায় ক্ষমতায় আসতে চলেছেন ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানের মাসদুয়েক বাকি। তবে এর মধ্যেই প্যালেস্টাইনিরা আশায় বুক বাঁধছেন দীর্ঘ যুদ্ধযন্ত্রণার যদি অবসান হয়। এই খবরের দিকে নজর থাকবে আজ।
ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের মুখ কারা হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আমেরিকায়। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ২০১৬ সালে ট্রাম্প জেতার পরে এমন অনেক পূর্বাভাসই শেষ পর্যন্ত মেলেনি। অনেকেই ভাবছেন ইলন মাস্ক থাকবেন সচিব তালিকায়। উঠে আসছে ভারতীয় বংশোদ্ভূত তুলসী গাবার্ডের নামও। এই খবরের দিকে নজর থাকবে।