আর জি কর কাণ্ডে নাগরিক প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য। সেখানে গেরুয়া দলের সংযোগ আপাত ভাবে কমই চোখে পড়েছে। বরং বামেদের একাংশের যুক্ত থাকার দৃষ্টান্ত সামনে এসেছে। কিন্তু উপনির্বাচনে বাম, কংগ্রেসের মতো বিজেপিও আর জি কর কাণ্ডকেই প্রচারের মুখ্য বিষয় করেছে। এ দিন শুভেন্দু বলেন, “ভোট দিতে পারলে, সনাতনী লোকজন কেউ ভোট দেবে না তৃণমূলকে। যে ভাবে আর জি করের ঘটনা ঘটেছে, মহিলা ও শিশুদের উপরে অত্যাচার হচ্ছে, তাতে মানুষ বীতশ্রদ্ধ।” তৃণমূলের প্রচারে ‘অস্ত্র’ লক্ষ্মীর ভান্ডার। শুভেন্দু বলেন, “মহিলারা দেখুন, বুঝুন। ভাতার কাছে আত্মসমর্পণ করবেন, না ডাক্তার-বোনের ধর্ষণ-খুনের হিসাব নেবেন?” তালড্যাংরায় সুকান্ত বলেন, “আপনি চান আপনার বাড়ির মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটুক? না চাইলে বিজেপিকে ভোট দিন। উপনির্বাচনে জেতালে হয়তো সরকার বদল হবে না, কিন্তু আপনার প্রতিবাদটা নথিভুক্ত হবে।”
তৃণমূলের দাবি, উপনির্বাচনে আর জি করের প্রভাব পড়বে না। দলের পশ্চিম মেদিনীপুর জেলা চেয়ারম্যান দীনেন রায়ের কথায়, “ওই ঘটনার কোনও প্রভাবই উপনির্বাচনে পড়বে না। কারণ, তদন্তে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে।”
কমিশনের অনুমতি না মেলায় এ দিন মিছিল না করে শুভেন্দু শহরে ঘুরে জনসংযোগ সারেন। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে নিশানা করে তিনি বলেন, “এখানে ধৃতিমান আছে তো, বাতিল (আবেদন) হবেই। ঠিক সময়ে হিসেব হবে!” এই প্রসঙ্গে পুলিশ সুপার কিছু বলতে চাননি।