পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে তিন নম্বর ডকে মালবোঝাই দু’টি কন্টেনার বহন করে এনেছিলেন ট্রেলারচালক রোহিত কুমার (২২)। প্রথম কন্টেনারটি থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে মাল খালাস করা হয়। কিন্তু দ্বিতীয় কন্টেনার থেকে মাল খালাসের সময় হয় বিপত্তি।
হঠাৎই পিছলে গিয়ে মালবোঝাই কন্টেনারটি পড়ে চালকের কেবিনে। রক্তাক্ত অবস্থায় রোহিতকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি বিহারের নওয়াদা জেলায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।