মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকার ঘটনা। অভিযোগ, চকোলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে নিরিবিলি স্থানে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। সেখানেই যৌন নিগ্রহ করা হয় তাকে। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করলে তাঁর মা-বাবা বিষয়টি বুঝতে পারেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির সামনেই খেলা করছিল ওই শিশু। আশপাশে তেমন কেউ ছিলেন না। সেই সুযোগই নেয় কিশোর। শিশুর দাদার বন্ধু হওয়ার সুবাদে ওই বাড়িতে তার যাতায়াত ছিল। সে শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে দূরে নিরিবিলি এলাকায় নিয়ে যায়। অভিযোগ, সেখানেই শিশুকে হেনস্থা করা হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ওই শিশু। পরিবারের সদস্যেরা আতঙ্কিত হয়ে রাতেই তাকে নিয়ে যান লালবাগ মহকুমা হাসপাতালে। এখনও সে সেখানেই চিকিৎসাধীন। এর পর বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার।
নিগৃহীতা কন্যার মা বলেন, ‘‘আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। অসম্ভব কান্নাকাটি করছিল। ওকে কোলে নিয়ে জানতে পারি, আমার ছেলের বন্ধু এত বড় ক্ষতি করেছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’
লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিংহ জানিয়েছেন, চার বছরের শিশুকন্যার যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে। তার মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।