আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে হাওয়া অফিস। যদিও নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যের উপর কতটা পড়বে, তা এখনই নিশ্চিত নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। পরিস্থিতি স্থিতিশীল থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে এটি কোন দিকে গতি করবে, সেদিকে নজর রাখছেন আবহবিদেরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে। আলিপুর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। তবে উত্তরের অন্যান্য জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, যদি সব কিছু ঠিক থাকে তবে আগামী ১৫ নভেম্বরের পর থেকে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে। এর ফলে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হবে রাজ্যের বিস্তীর্ণ অংশে। তবে আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন আবহবিদেরা।