ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজি-কে নির্দেশ দিয়েছিল জাতীয় মহিলা কমিশন। তদন্ত শেষে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজিকে। কিন্তু তার আগেই ইউ টার্ন ফিরহাদের। যদিও ফিরহাদের এইরকম মন্তব্য নিয়ে বিরোধীরা দাবি করেন, যে দলের দলনেত্রী একজন মহিলা। যে দলের স্লোগান 'বাংলা নিজের মেয়েকে চাই', কীভাবে ফিরহাদ এইসব কথা বলতে পারেন তিনি।
নিজের সাফাইয়ে ফিরহাদ হাকিম বলেন, "রেখা পাত্র তাঁকে ভদ্রমহিলা বলে সম্বোধন করি। তারপর বলেছি ৩ লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি। তারা ফেঁসে গিয়েছে। যদি কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কোন নারীকে আমি অসম্মান করব, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনা।"