মানিকচকের উগরীটোলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম। পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুই নাবালক ছেলে মেয়ে। বড় ছেলে নাদিম ইসলাম নাদাপ (১৩) । মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। মোবাইলের প্রতি অসম্ভব আসক্তি নাদিমের। আর যা নিয়ে প্রতিনিয়ত বাবা-মায়ের বকা শুনতে হতো তাকে। বুধবার সকালে ঠিক একইভাবে ঘুম থেকে উঠেই বাড়িতে থাকা মোবাইলে গেম খেলতে শুরু করে নাদিম। যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে বাবা ও মা। শুরু হয় বকাবকি। যা শুনে রীতিমতো কাঁদতে শুরু করে নাদিম। রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে যায়।
তারপর আর বাড়ি ফেরেনি সে। চিন্তিত হয়ে পড়ে নাদিমের পরিবার। তারা নাদিমের বন্ধুবান্ধব এবং এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন তার বাবা-মা। মা মুকতারা বিবি কাঁদতে কাঁদতে বলেন দিন সময় ভালো নেই। তার আগেই ছেলেকে যেন পুলিস খুঁজে বের করে তার আবেদন জানাচ্ছি। আর কোনদিন বকাবকি করব না ছেলেকে। ওদিকে নিখোঁজের লিখিত অভিযোগ পাওয়ার পরই খোঁজাখুঁজি শুরু করেছে মানিকচক থানার পুলিস।