• বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে ১০ জন ডাক্তারের সাসপেনশন হাইকোর্টে স্থগিত!
    ২৪ ঘন্টা | ০৮ নভেম্বর ২০২৪
  • অর্ণবাংশু নিয়োগী: 'থ্রেট কালচার'র অভিযোগে আগেই আর জি করে ৫১ জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু সেই সাসপেন্ড অর্ডার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দেয়, এই সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য। তারা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত গত ৫ অক্টোবর ৫১ জনকে সাসপেন্ড করে যে রেজোলিউশন নেওয়া হয়েছিল, তা কার্যকরী হবে না।

    এবার ঠিক একইভাবে বর্ধমান মেডিক্যাল কলেজের দশ সাসপেন্ডেড ছাত্র- ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল হাইকোর্ট। গত ১১ অক্টোবর ওই কলেজের কিছু ছাত্রদের বিরুদ্ধে র‍্যাগিং এর অভিযোগে কলেজ কাউন্সিল তাদের সাসপেন্ড করে। ক্লাস এবং হোস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয়। বিচারপতি জয় সেনগুপ্ত তাদের ক্লাস করার নির্দেশ দিয়েছেন। এমনকি তারা হাসপাতালেও ঢুকতে পারবে। তবে এখুনি হোস্টেলে ঢুকতে পারবেন না ওই ছাত্র-ছাত্রীরা। 

    কল্যান বন্দ্যোপাধ্যায় মামলাকারীদের হয়ে তিনি সওয়াল করে বলেন, 'রেজোলিউশন ঠিক ছিল কি না সেটা দেখতে হবে। র‍্যাগিং এর চার্জ কি?  কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি? অভিযোগ কোথায়? পাঁচ বছর আগের অভিযোগে কী এখনই পদক্ষেপ নেবে? অভিক দে'র বিরুদ্ধে অভিযোগ। আমরা কী করেছি?' যদিও বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, 'ছাত্রদের ক্রমাগত চাপ দেওয়াকেও র‍্যাগিং বলে।' 

  • Link to this news (২৪ ঘন্টা)