• বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক কবে?‌ বড় তথ্য দিলেন বিধায়ক বিকাশ
    হিন্দুস্তান টাইমস | ০৮ নভেম্বর ২০২৪
  • আগামী ১৬ নভেম্বর বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক হবে। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দিলেন কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তখনই প্রশ্ন ওঠে, কোর কমিটির বৈঠকে কি থাকবেন অনুব্রত?‌ এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেও জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার বীরভূমে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই হতে চলেছে কোর কমিটির বৈঠক। তবে এবার এই বৈঠকে মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ।

    অনুব্রত মণ্ডল যখন তিহাড় জেলে বন্দি ছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সংগঠনকে ধরে রাখতে কোর কমিটি করে দেন। এই কোর কমিটির হাত ধরেই সাফল্য আসে লোকসভা নির্বাচনে। এবার তিহাড় জেল থেকে ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তারপর থেকে তিনিই আবার সব দেখতে শুরু করেছেন। তাতে মতপার্থক্য তৈরি হয়েছে। যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ছিলেন অনুব্রতকে। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কোর কমিটির থাকাকালীন বীরভূমে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই কোর কমিটির প্রতি আস্থা রাখছেন তিনি।

    এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডলকে কোর কমিটিতে ঢোকানো হয় কিনা। কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ে কিনা। তবে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছিলেন, দু’‌বছর অনুব্রতহীন বীরভূমে কোর কমিটিই ভাল ফল করেছে। তাই কোর কমিটির সংখ্যা বাড়ানো নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। এই কোর কমিটি পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে। আজ, শুক্রবার বিকাশ রায়চৌধুরী বলেন, ‘‌আগামী ১৬ তারিখ কোর কমিটির বৈঠক বসবে। সেখানেই ঠিক হবে আগামী দিনের পথ চলার রূপরেখা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোর কমিটির বৈঠক হবে। বৈঠকে থাকবেন অনুব্রত মণ্ডল। সংগঠনকে মজবুত করার বিষয়ে আলোচনা হবে।’‌

    অবশেষে সব জল্পনা কাটিয়ে বীরভূমের কোর কমিটি বৈঠকে দিন ঠিক হয়ে গেল। এই কোর কমিটির বৈঠক কবে হবে?‌ তা নিয়ে প্রশ্ন ছিল। বোলপুর কার্যালয়ে এই বৈঠক হবে দুপুরে। আজ, শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে কোর কমিটির ৬ জন সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার জন্য। সেখানে উপস্থিত থাকবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তবে সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা নির্ভর করছে নেত্রীর নির্দেশের উপরে বলে জানান বিকাশবাবু।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)