• ‘‌রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি’‌, দাবি ফিরহাদের, সমর্থন মদনের
    হিন্দুস্তান টাইমস | ০৮ নভেম্বর ২০২৪
  • সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাও আবার কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিম নাকি রেখা পাত্রকে ‘‌মাল’‌ বলে সম্বোধন করছেন। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের সময় রেখা পাত্রকে ‘‌শক্তিস্বরূপা’‌ বলেছিলেন। যদিও রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। উপনির্বাচনের প্রচারে গিয়ে ফিরহাদ হাকিম এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিলেন ফিরহাদ হাকিম। আর তাতে সমর্থন করলেন মদন মিত্র।

    হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে এসে বিজেপিকে হেরো পার্টি এবং নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। আর তাঁর বক্তব্যের মাঝে ‘হেরো মাল’ কথাটি বলে ফেলায় বিতর্ক তুঙ্গে ওঠে। ইমেইল করে তখন অভিযোগ বিধাননগর কমিশনারেটে দায়ের করেন রেখা পাত্র। বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠে জাতীয় মহিলা কমিশন। আর আজ নিজের মন্তব্য নিয়ে সাফাই দিতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করলেন, ‘‌আমি মাল কথাটি বিজেপিকে বলতে চেয়েছি। কোনও মহিলাকে অপমান করিনি। আমি কোনও নারীকে অসম্মান করিনি। কোনওদিন করবও না।’‌

    এই নিয়ে এফআইআর করা হলেও তার কোনও যুক্তি খুঁজে পাননি কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। বরং তিনি ফিরহাদ হাকিমকে সমর্থন করেছেন। মদন মিত্রের কথায়, ‘‌যারা রাস্তায় টিয়া পাখি নিয়ে বসে বলে, আজ ওমুকের জন্ম হবে, ওমুকের মৃত্যু হবে, ওমুকে চন্দ্রযানে যাবে, তাহলে তো তাদের বিরুদ্ধেও এফআইআর করতে হয়। ভবিষ্যৎ নিয়ে যখন কটূ মন্তব্য করছে। আর বিজেপি তো মালই। এই কথা বলাটা তো অন্যায় নয়। আর এটা বলার মধ্যে কোনও দোষ নেই তো। এফআইআর কেন হবে?‌’‌ মদন মিত্র এভাবেই সহকর্মী ফিরহাদ হাকিমকে সমর্থন করেছেন। তা নিয়ে চর্চা চলছে।

    ফিরহাদ হাকিমের করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এটা তিনি নিজেই বলছেন। আর সংবাদমাধ্যমের সামনে আজ মেয়র বলেন, ‘‌আমি যা বলেছি তার ভুল ব্যাখ্যা করেছে একাংশের মিডিয়া। আমি রেখা পাত্রকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। বিজেপি হেরেছে বলেই আমি বিজেপিকে হেরো মাল বলেছি। আমি নারী জাতিকে অসম্মান করতে পারি না। কারণ আমার নেত্রী একজন মহিলা। আমার তিনটে মেয়ে নারী। আমার নাতনিও নারী। তার পরেও যদি কারও খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)