পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীপক কোল ইন্ডিয়ায় প্রযুক্তি বিভাগের কর্মী ছিলেন। মধ্যপ্রদেশের নিউ রাজনগর কোলিয়ারিতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসর নিয়েছেন সাত মাস আগে। কিন্তু এখনও পেনশন চালু হয়নি। এ নিয়ে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার বিকেলে ছাদে গিয়েছিলেন। অনেক ক্ষণ নীচে নামেননি দেখে পরিবারের লোকজন ছাদে যান। সেখানে গিয়ে চিলেকোঠায় দীপককে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিজনেরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দেহের ময়নাতদন্ত করা হয়েছে।
দীপকের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে। স্ত্রী অনিমা ভান্ডারী জানিয়েছেন, দীপক গত এপ্রিল মাসে অবসর নেওয়ার পর গুসকরায় আসেন। তাঁর কথায়, ‘‘পিএফের টাকা ঠিক সময়ে পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু পেনশন চালু হয়নি। বার বার অফিসের সঙ্গে যোগাযোগ করতেন। রোজ কাগজপত্র নিয়ে বসে ফোন করতেন। আমাদের ছেলেও বেকার। তাই পেনশন চালু না হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন।’’