একই দিনে পৃথক তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এলাকায় শোরগোল
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে বিভিন্ন এলাকায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আজ, শুক্রবার ঘটনাগুলি ঘটেছে ময়নাগুড়ির রমশাই, চূড়াভাণ্ডার ও উল্লা ডাবরি এলাকায়।
জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে ঘরের দরজা ভেঙে উল্লা ডাবরি এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম কানাই দাস (৫৬)। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কানাই দাসের প্রতিবেশীর বাড়িতে অনুষ্ঠান ছিল। তিনি রাতে সেখান থেকে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে চলে আসেন। এরপর আজ সকালে তাঁর বাড়ির লোকজন দরজা ধাক্কাধাক্কি করলেও তিনি দরজা খোলেননি। শেষে মৃতের ভাই রবিন দাস দরজা ভেঙে দাদার ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় থানায়।
রবিনবাবু বলেন, বেশ কয়েক বছর আগে তাঁর দাদার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। তিনি জয়পুরে একটি টোল প্লাজায় চাকরি করতেন। কিন্তু তাঁর কোমর ভেঙে যাওয়ার কারণে আর কাজ করতে পারেননি। এদিকে বাড়িতে সন্তানদের নিয়ে আর্থিক সমস্যাও চলছিল। সে কারণেই কিছুটা মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। যার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান।
অপর ঘটনাটি ঘটেছে রামশাই এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিলীপ রায়। তিনি কৃষিকাজ করতেন। আজ, শুক্রবার তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা বোঝা যাচ্ছে না বলেই জানিয়েছেন তাঁর ভাইপো প্রণয় রায়।
অন্য ঘটনাটি ঘটেছে চূড়া ভান্ডার এলাকায়। এদিন সকালে ঘর থেকে ননী বালা রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। তার নাতি অনুপ রায় জানান, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ, সকালে তাঁর দেহ ঝুলন্ত উদ্ধার হয়। এই ঘটনাগুলি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।