• খাগড়াগড় কাণ্ড: আজাদের জামিন
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত আবদুল কালিম ওরফে আজাদকে জামিনের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৬ সালে কলকাতা পুলিসের হাতে গ্রেপ্তার হয় ‘জঙ্গি’ আজাদ। বৃস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি জানান, অভিযুক্ত ইতিমধ্যেই আটবছর জেলে রয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হলেও কবে বিচার প্রক্রিয়া শেষ হবে তা অজানা। তাই ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজাদের জামিন মঞ্জুর করেছে আদালত।


    ২০১৪ সালের ২ অক্টোবর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাকিল গাজি নামে এক ব্যক্তির। গুরুতর জখম ছিল করিম শেখ নামে আরও একজন। প্রথমে জেলা পুলিস, পরে সিআইডি এবং সব শেষে ঘটনার তদন্তভার নিয়েছিল এনআইএ। ঘটনার পিছনে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাতের নাম জড়ায়। বিস্ফোরণের পর ওই বাড়ি থেকেই গ্রেপ্তার হয় গুলসানা বিবি ওরফে রাজিয়া এবং আলিমা বিবি নামে দুই মহিলা। দোষীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশদ্রোহিতা, ইউএপিএ, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা হয়। ঘটনায় দু’বছর পর গ্রেপ্তার হয় আজাদ। 
  • Link to this news (বর্তমান)