• ২০২৬-এ বিজেপির কোনও সম্ভাবনা নেই, অমিত শাহকে চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার নৈহাটির পাল্লাদহ এলাকায় তৃণমূল প্রার্থী সনৎ দের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ, শুক্রবার এই প্রচারের মঞ্চ থেকে তিনি বলেন, “২০২৬-এর দিবাস্বপ্ন দেখছেন আপনারা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। ২০২১-এর আগে বলেছিলেন, এবার ২০০ পার, মানুষ বিজেপিকে করে দিল পগারপাড়। ২০২৪ সালের লোকসভা ভোটে, বলল হবে ৩৫। আমরা হলাম ৩০। ২০২৬-এ কোনও সম্ভাবনাই নেই।”  


    এরইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “ওরা শুধু সাম্প্রদায়িক তাস খেলে। বাংলায় সেই রাজনীতি চলে না। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন হচ্ছে। আর বাংলার মানুষও সেটাই চায়।” এছাড়াও বসিরহাট ও সন্দেশখালিতে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন ফিরহাদ। পাশাপাশি নৈহাটির ওই এলাকার মানুষকে  তৃণমূল প্রার্থী সনৎ দে-কে ভোট দেওয়ার জন্য আবেদনও জানান কলকাতার মেয়র।
  • Link to this news (বর্তমান)