• ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, একাধিক স্টেশনে ব্যাহত পরিষেবা
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের একবার মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা। যার জেরে প্রবল ভোগান্তির শিকার হতে হল আমজনতাকে। আজ, শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। যার জেরে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট) ব্যাহত হয় মেট্রো চলাচল। আংশিক ভাবে বেশ কয়েকটি স্টেশনে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল।


    শোভাবাজার স্টেশনে এই ঘটনা ঘটায় দুপুর ১২টা ৪৫-এর পর থেকেই আংশিক ভাবে মেট্রো চালানো শুরু হয়। দক্ষিণেশ্বর থেকে দমদম ও সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করে ট্রেন। মাঝের বেলগাছিয়া থেকে এমজি রোড পর্যন্ত মেট্রো বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার হন ওই স্টেশনে থাকা যাত্রীরা। দুপুর দেড়টা নাগাদ ফের বিক্ষিপ্তভাবে মেট্রো চলাচল শুরু হয়। তবে একাধিক স্টেশনে বহু মেট্রো দাঁড়িয়ে থাকার জেরে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।


    প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা নতুন নয়। ব্লু লাইনে গার্ডওয়াল না থাকায় এই লাইনেই প্রবণতা সবচেয়ে বেশি। এর আগে, ২৩ অক্টোবর এবং ১৪ অক্টোবর একই কারণে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। যার জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা।
  • Link to this news (বর্তমান)