• উচ্চ প্রাথমিকে শূন্যপদের লিস্টে গরমিল, সংশোধন করে তালিকা প্রকাশ SSCর
    হিন্দুস্তান টাইমস | ০৯ নভেম্বর ২০২৪
  • এবার উচ্চ প্রাথমিকে শূন্যপদে সংশোধিত তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে ৭০০ র বেশি শূন্যপদের তালিকায় ভুল ছিল। সেই তালিকা সংশোধন করে নয়া তালিকা প্রকাশ করেছে  স্কুল সার্ভিস কমিশন।

    যে বিষয়টি সামনে এসেছে, তা হল, একাধিক স্কুলে শূন্যপদ না থাকলেও সেই স্কুলের নাম অন্তর্ভূক্ত করা হয়েছিল তালিকায়। সেই তালিকাই সংশোধন করেছে স্কুল সার্ভিস কমিশন। ভুল ছিল স্কুলের শূন্য পদের ক্যাটাগরিতেও। গত ১ অক্টোবর, ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশিত হয়। তথ্যের ভুল ধরা পড়ে প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ের সময়ই। সেখানে দেখা যায়, একাধিক স্কুলের তথ্যে গরমিল। প্রথম পর্যায়ের কাউন্সিলিংএ গরমিল ধরা পড়ে বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলার স্কুলে।  দেখা যায়, তালিকায় থাকা স্কুলের ঠিকানাও ভুল। এখানেই শেষ নয়, প্রতি বিষয় ধরে স্কুলে যে শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে, ভুল তাতেও ছিল। এমনকি সংরক্ষিত শ্রেণির প্রার্থী তালিকাও গরবড়ের আওতা থেকে বাদ যায়নি। ফলে ব্যাপর দুর্ভোগ সইতে হয়েছে বহু যোগ্য পরীক্ষার্থীকে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এসএসসির প্রথম তালিকায় তার মধ্যে মূলত বীরভূম-সহ বেশ কিছু জেলায় তথ্যগত ত্রুটি ছিল। এরপর শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে তা সংশোধন করা হয়। এরপর নতুন  করে শিক্ষা দফতর পেশ করে তলিকা।

    জানা যাচ্ছে, সংশোধিত শূন্যপদের তালিকায় ৭৫৬টি স্কুলের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে একটা বড় অংশের স্কুল রয়েছে বীরভূমে। এদিকে, আর ক'দিন পর থেকেই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং। আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত, ছুটির দিন বাদে প্রত্যেক দিন  কাউন্সেলিং চলবে। মাঝে ছুটি থাকবে ২ দিন। ১২ ও ১৩ নভেম্বর। প্রথম পর্বের তালিকায় ৮,৭৪৯ জনের নাম প্রকাশ করে এসএসসি। ডাক পড়ে ৬৫৮ জনের। অনুপস্থিত ছিলেন ১৪৭ জন। মোট উপস্থিত ছিলেন ৫০০ এর বেশি জন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)