সংবাদদাতা, কাঁথি: জগদ্ধাত্রী পুজো ঘিরে মেতে উঠেছেন কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ। শুক্রবার ছিল মহাসপ্তমী। নিউ দীঘায় মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজোয় স্থানীয় মানুষদের সঙ্গে শামিল হন পর্যটকরাও। ‘নিউ দীঘা বটতলা ওমেন’স ওয়েলফেয়ার’ অ্যাসোসিয়েশনের আয়োজনে এই পুজো এবার ১৭তম বর্ষে পদার্পণ করল। পুজো কমিটির কর্মকর্তা ভাস্বতী শৌণ্ড বলেন, চাঁদা তোলা, নানা আয়োজন, প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন, বিসর্জনী যাত্রা সবকিছুই মহিলাদের দ্বারা পরিচালিত হয়। পুরুষরা শুধু বাইরে থেকে সহযোগিতা করেন। পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। পর্যটকরা মায়ের কাছে ভক্তিভরে পুজোও দেন।
কাঁথি শহরের নেতাজি সুভাষ রোডে তিরঙ্গা ক্লাবের জগদ্ধাত্রী পুজো ধুমধাম করেই হয়। সুদৃশ্য মণ্ডপ ও প্রতিমার সঙ্গে আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়ে। ক্লাবের কর্মকর্তা বাপি সিং বলেন, এবার পুজো ৩৭তম বর্ষে পা দিল। রয়েছে নানা কর্মসূচি। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ সংলগ্ন এলাকা। দেশপ্রাণ ব্লকের বসন্তিয়ার চকগোবিন্দবেড়িয়া ইন্ডিয়ান ক্লাবের ২৬তম বর্ষের পুজোর সূচনা হল বৃহস্পতিবার। এখানকার স্থায়ী জগদ্ধাত্রী মন্দিরে পুজো ধুমধাম করেই হয়। ক্লাবের সভাপতি কৌশিক দাস ও সম্পাদক সঞ্জয় বেরা বলেন, পুজো উপলক্ষ্যে বৃক্ষরোপণ, গুণীজন সংবর্ধনা, নরনারায়ণ সেবা সহ বিভিন্ন ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন রাতে দেশপ্রাণ ব্লকের ভবানীপুর স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ জানা। এছাড়া আদাবেড়িয়া শিবশঙ্কর ক্লাব, আমতলিয়া সর্বজনীন, কাঁথি-১ ব্লকের দক্ষিণ ডাউকি মিলনতীর্থ ও ফ্যান্সি ক্লাব, কাঁথি-৩ ব্লকের নাচিন্দা নিউ অ্যাথলেটিক ক্লাব, রামনগর প্যারাডাইস ক্লাব, কাঁথি শহরের মনোহরচক জগদ্ধাত্রী সেবাদলের আয়োজনে পুজো বিশেষ উল্লেখযোগ্য। দেশপ্রাণ ব্লকেরই দক্ষিণ কষাফলিয়া গ্রামের মিশ্র পরিবারের জগদ্ধাত্রী পুজো একশো বছরেরও বেশি পুরনো। পুজো উপলক্ষ্যে এলাকার বাসিন্দাদের পাত পেড়ে অন্নপ্রসাদ বিতরণ করা হয় বলে জানান পরিবারের সদস্য শক্তিপদ মিশ্র। পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসী। এগরার বালিঘাই কিশোরকলি ক্লাবের পুজো এবার ৪১তম বছরে পা দিল। ক্লাবের সভাপতি সন্দীপ পাত্র বলেন, পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এগরার পানিপারুল বার্নিং সান ক্লাব ও খেজুরদা মিলন সঙ্ঘের পুজোও হয় ধুমধাম করে।ভগবানপুর-১ ব্লক প্রশাসনের কর্মীদের আয়োজনে কাজলাগড়ে পরিত্যক্ত ভগ্ন রাজবাড়ি চত্বরে জমজমাট জগদ্ধাত্রী পুজো হয়। পুজোর আয়োজক ‘ভগবানপুর-১ ব্লক সাংস্কৃতিক সংস্থা’। আজ থেকে ৪৭ বছর আগে আগে ব্লক প্রশাসনের এক আধিকারিক অনন্ত করণ অফিসের কর্মীদের সংগঠিত করে রাজবাড়ির সামনে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকে আজও সেখানেই পুজো চলছে। ক্রমে পুজোর জাঁকজমক ও বহর বেড়েছে। বিডিও বিকাশ নস্কর বলেন, পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রানুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুজোকে ঘিরে ব্লক প্রশাসনের আধিকারিক, কর্মীর পরিবারের লোকজন তো বটেই, আশপাশের এলাকার বাসিন্দারাও আনন্দে মেতে ওঠেন। কয়েকদিন ধরে পুজোকে ঘিরে এলাকায় থাকে উৎসবের মেজাজ।