১৮ পূর্ণ হওয়ার চার ঘণ্টার মধ্যেই প্রেমিকের সঙ্গে চম্পট স্কুলছাত্রীর
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাত ১২টায় পূর্ণ হয় ১৮বছর বয়স। আর ভোর ৪টেয় প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্কুলছাত্রী। আইনি দিক থেকে প্রেমিকের যাতে শাস্তি না হয়, সেই জন্য প্রেমিকার এই সিদ্ধান্ত। ভূপতিনগর থানার আঙারবেড়িয়া গ্রামের ঘটনা। বৃহস্পতিবার ভোর ৪টায় ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। দিনের শেষে বাড়ির লোকজন জানতে পারেন, মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচঘরি গ্রামে বছর ১৯শের প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছে ওই স্কুলছাত্রী। কিশোরীর বাবা-মা অপহরণের অভিযোগ লিখে থানায় দিতে আসেন। কিন্তু, পুলিসের তরফে জানানো হয়, মেয়ে ১৮বছর পূর্ণ করেছে। আইনি দিক থেকে মেয়ে বেশ সচেতন। এই ঘটনায় অপহরণের অভিযোগ নয়, মিসিং ডায়েরি করতে হবে। সেইমতো থানায় মিসিং ডায়েরি হয়েছে।
জানা গিয়েছে, কিশোরী ও তার প্রেমিক একই জায়গায় টিউশনি পড়ে। সেখান থেকেই তাদের ভালোলাগা শুরু হয়। ফোনে দু’জনের যোগাযোগ হতো। তারা পরস্পরকে বিয়ে করে আগামী দিনে একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলে। ১৮বছরের আগে ওই স্কুলছাত্রী বাড়ি ছাড়লে প্রেমিকের হাজতবাসের আশঙ্কা থাকায় ওই বয়স পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। ৬ নভেম্বর ওই স্কুল ছাত্রীর জন্মদিন ছিল। রাত ১২টায় ১৮বছর পূর্ণ করে নাবালিকা থেকে সাবালিকা হয়ে ওঠে। ওই রাতেই সে বাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সারারাত এনিয়ে দু’জনের মোবাইলে কথা হয়। ভোর হওয়ার আগেই ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরে অপেক্ষা করেছিল প্রেমিক। প্রেমিকাকে নিয়ে ওই যুবক সোজা বাড়িতে গিয়ে হাজির হয়। ওই কিশোরীর বাড়ি লাগোয়া ভগবানপুর-২পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ উজ্জ্বল প্রধানের বাড়ি। মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর তার বাবা পরামর্শ নিতে ওই তৃণমূল নেতার বাড়িতে হাজির হন। তিনি থানায় যোগাযোগ করেন। তারপর ওই কিশোরীর বাবা থানায় হাজির হন। তিনি যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ লিখে এফআইআর করতে চেয়েছিলেন। কিন্তু, পুলিসের তরফে আপত্তি জানানো হয়। মেয়ে সাবালিকা হয়ে গিয়েছে। তাই মিসিং ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়। সেইমতো নিখোঁজ ডায়েরি করে স্কুলছাত্রীর বাবা বাড়ি যান।
উজ্জ্বল প্রধান বলেন, ৬নভেম্বর মেয়েটির বয়স ১৮বছর পূর্ণ হয়েছে। তারপর ভোরে সে বাড়ি ছেড়ে এক ছেলের সঙ্গে চলে গিয়েছে। ওই যুবকের বাড়ি একই গ্রাম পঞ্চায়েতের পাঁচঘরি গ্রামে। যুবকের বাড়িতেই ওই স্কুলছাত্রী রয়েছে। সেখান থেকে উদ্ধার করার জন্য পুলিসকে বলা হয়েছে।