নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ১৪ নভেম্বর এগরা-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির আস্থা ভোট রয়েছে। ওইদিন বেলা আড়াইটা থেকে ১০মিনিট অন্তর পরপর ন’টি স্থায়ী সমিতির আস্থা ভোট হবে। সেই ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে তাদের কর্মাধ্যক্ষরা অপসারিত হবেন। এগরা মহকুমা শাসকের অফিস থেকে পঞ্চায়েত সমিতির সাধারণ সভার ৩৯জন সদস্যকে চিঠি দেওয়া হয়েছে।
এগরা-২পঞ্চায়েত সমিতিতে ২৪টি আসন রয়েছে। গত বছর ১২টি করে আসনে তৃণমূল ও বিজেপি জয়ী হয়। টসের মাধ্যমে বোর্ড গঠিত হয়। সভাপতি পদ পায় তৃণমূল। সহ-সভাপতির পদ বিজেপি পায়। তবে সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রতিটি স্থায়ী সমিতিতে বিজেপির সদস্যরা কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। স্থায়ী সমিতিতে ৩৯জন করে সদস্য রয়েছে। তার মধ্যে বিজেপির পক্ষে ২০জন এবং তৃণমূলের পক্ষে ১৯জন ছিলেন। কিন্তু এবছর লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনটি বিজেপির হাতছাড়া হয়েছে। ফলে এই মুহূর্তে বিভিন্ন স্থায়ী সমিতিতে তৃণমূলের ২০জন ও বিজেপির ১৯জন সদস্য রয়েছেন।
এরপর তৃণমূল অনাস্থা এনে মহকুমা শাসককে চিঠি দেয়। সেইমতো ১৪নভেম্বর ভোট রয়েছে। আগামী চার বছরের জন্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা কোন দল থেকে নির্বাচিত হবেন-সেটা এই আস্থা ভোটের উপর নির্ভর করছে।