• স্বসহায়ক গোষ্ঠীগুলির অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ, বিক্ষোভ
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল লক্ষাধিক টাকা। ব্যাঙ্কের তরফে সেই টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্ব-সহায়ক গোষ্ঠীগুলির মহিলারা। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে শালবনী ব্লকের সুন্দরার সৈয়দপুর এলাকার একটি সরকারি ব্যাঙ্কের সামনে। অভিযোগ, এ মাসের শুরুর দিকে তাঁদের বিভিন্ন গোষ্ঠীর সেভিংস অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ক্রেডিট হওয়ার পরের দিনই সেই টাকা কেটে নিয়েছে ব্যাঙ্ক। এদিন দুপুরে ব্যাঙ্কের সামনেও বিক্ষোভ দেখান মহিলারা। জাতীয় সড়কে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে অবরোধ। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জানা গিয়েছে, বুধবার দুপুরেও এই ঘটনায় বিক্ষোভ দেখায় বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা। এরপর খবর পেয়ে সেখানে পৌঁছন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দোপাধ্যায়। এদিন তিনি নির্বাচনী বৈঠক করতে মেদিনীপুরে এসেছিলেন। রাজীববাবু মহিলাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারপর অবরোধ ও বিক্ষোভ উঠে যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিসি (ক্যাশ ক্রেডিট) অ্যাকাউন্টের অতিরিক্ত টাকা মাসের শেষে সেভিংস অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয়। পরে পুনরায় তা সিসি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়ে থাকে। ভুল বোঝাবুঝি থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে। 
  • Link to this news (বর্তমান)