সংবাদদাতা, কাঁথি: জমি নিয়ে বিবাদের জেরে পটাশপুরের টেপরপাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। দিবস দাস নামে ওই ব্যক্তি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিবসের পরিবারের সঙ্গে প্রতিবেশী বাবলু গিরির দীর্ঘদিন ধরে স্থানীয় মন্দির সংলগ্ন এলাকায় জায়গার দখলদারি নিয়ে বিবাদ চলছে। এনিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি হয়। বাবলু গাছ কাটতে গিয়েছিল। কিন্তু, আদালতের বিচারাধীন জায়গায় গাছ কাটতে বাধা দেন দিবস। তা নিয়েই বচসার সূত্রপাত হয়। সেই সময় দিবসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে বাবলুর বিরুদ্ধে। দিবসের বুকের বাঁ দিকে এবং কাঁধে কোপ মারা হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও বাবলুর দাবি, তাঁকেই দিবস সহ তার পরিবারের লোকজন আঘাত করেছে। তিনি জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।