১৫ ডিসেম্বর কাঁথির কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, কাঁথি: আদালতের নির্দেশে কাঁথির কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনপর্ব ফের শুরু হতে চলেছে। ১৫ ডিসেম্বর একইদিনে ১৪টি নির্বাচনী কেন্দ্রে ভোট হবে। ওইদিনই ভোটগণনা হবে। বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এজন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ তিনজন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে।
পূর্বাঞ্চলের সেরা শহরাঞ্চলীয় সমবায় প্রতিষ্ঠান হল কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক। এর আগে ১১ জুলাই থেকে ১৮ আগস্ট অবধি ১২টি দফায় ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ ও ২৫ আগস্ট গণনার দিন ধার্য করা হয়েছিল। তার আগে ২৯জুন ব্যাঙ্ক চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করেছিল। এরপর কাঁথি শহরের মনোহরচকের এক ব্যক্তি ভুয়ো ভোটার তালিকা সহ নানা অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ফলে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ২১ আগস্ট সুপ্রিম কোর্ট ব্যাঙ্কের নির্বাচন শুরু করার জন্য চূড়ান্ত রায় দেয়। ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো ১৫ডিসেম্বরই ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শেষ করতে উদ্যোগী হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।