• পাঁশকুড়ার সমবায়ে জয়ী তৃণমূল, রেজাল্টের পর হাতাহাতি
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর-১ গ্রাম পঞ্চায়েতের বসন্তবাড় সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ওই সমবায় সমিতির ন’টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। দক্ষিণ চাঁচিয়াড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ভোট হয়। ভোট উপলক্ষ্যে দু’পক্ষের জমায়েত ছিল। সেই জমায়েত থেকেই মাঝেমধ্যে উত্তেজনা ছড়াচ্ছিল। ফল ঘোষণার পর তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। তা থেকে উত্তেজনা ছড়ায়। বিজেপির প্রতাপপুর-১অঞ্চল কমিটির কনভেনর হরিপদ হাঁড়া বলেন, সমবায় সমিতির মোট ভোটার ৪৩২জন। কিন্তু, তৃণমূল প্রায় আটশো লোকের রান্নাবান্না করেছিল। ওরা গোটা ব্লক থেকে বহিরাগত জড়ো করেছিল। খবর পেয়ে আমরা পুলিস প্রশাসনকে জানাই। কিন্তু, পুলিস বহিরাগত আটকাতে পদক্ষেপ নেয়নি। ভোটার লাইনে স্লিপ কেড়ে নেওয়া, বুথ জ্যাম সহ সবটাই হয়েছে। ফল ঘোষণার পর আমাদের প্রার্থী ফকির মিশ্র বেরিয়ে আসার সময় তাঁকে আক্রমণ করা হয়। পরে তৃণমূলের লোকজন আমাদের কর্মীদের উপর চড়াও হয়।তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায় বলেন, আমরা ৯-০ মার্জিনে জয়ী হয়েছি। ইচ্ছাকৃতভাবে মারামারি করে সেই জয়কে আমরা অপ্রাসঙ্গিক করতে যাব কেন? ভোট গণনার পর বিজেপির এক কর্মী প্রথমে আমাদের একজনকে চড় মারে। তারপর ঝামেলা বাধে।
  • Link to this news (বর্তমান)