• নকল আধার কার্ড চক্রের পর্দাফাঁস, ফের পুলিসের জালে বাতাসির পাণ্ডা
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের মোটা টাকার বিনিময়ে নকল আধার কার্ড বানিয়ে দেওয়ার চক্রের পর্দাফাঁস হল। নেপাল সীমান্তের খড়িবাড়ি ব্লকের বাতাসিতে একটি ফটো স্টুডিও ও সাইবার ক্যাফেতে চলত এই অবৈধ কারবার। পুলিস অভিযান চালিয়ে ফটো স্টুডিওর মালিককে পাকড়াও করেছে। অভিযুক্তর নাম সোনাই সরকার। সে বাতাসির বাসিন্দা। অনুপ্রবেশকারীদের নকল আধার বানিয়ে দিত সে। গত বছরও একই অভিযোগে পুলিস তাকে গ্রেপ্তার করেছিল।


    পুলিস সূত্রে খবর, সোর্স মারফত খবর পেয়ে বাতাসিতে অভিযুক্তের দোকানে অভিযান করে খড়িবাড়ি থানার পুলিস। সেখান থেকে তিনটি জাল আধার কার্ড উদ্ধার হয়। যেগুলি দেখতে হুবহু আসলের মতোই। পুলিসের তদন্তকারী এক আধিকারিক বলেন, অভিযুক্ত আগেও জাল আধারকার্ড বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। এদিন খবর পেয়ে তার হেফাজত থেকে তিনটি জাল আধারকার্ড উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, জাল আধার কার্ডটি নেপালের বাসিন্দাদের নামে তৈরি করা হয়েছে। 


    এনিয়ে দার্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, আগেও ওই যুবক জাল আধার কার্ড জালিয়াতি সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তার হয়েছিল। এবারও একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 


    ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক মাস ধরে ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে ময়লানিজোতে অন্য নামে লুকিয়ে ছিল এক বাংলাদেশি যুবক। পরে পুলিস হদিস পেয়ে গত বছরের ১ অক্টোবর তাকে গ্রেপ্তার করে। ঘটনাক্রমে ধৃতের কাছ থেকে জাল আধারকার্ড উদ্ধার হয়। পরে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বাতাসির ওই যুবকের হদিস পায় পুলিস। সেই মতো গত বছর ২ অক্টোবর বাতাসিতে অভিযানে নেমে সোনাইকে গ্রেপ্তার করে জেলা পুলিস। কিন্তু জামিনে ছাড়া পেয়ে ফের একই কাজ চালিয়ে যাচ্ছিল অভিযুক্ত। যার জেরে একই অভিযোগে তাকে পাকড়াও করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)