• গয়েরকাটায় ভোটের প্রচারে এসে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে সুকান্ত
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বানারহাট: মাদারিহাট উপ নির্বাচনে দলীয় প্রার্থী রাহুল লোহারের সমর্থনে শুক্রবার প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামী বুধবার মাদারিহাট বিধানসভার ভোটগ্রহণ। বর্তমানে প্রতিটি দলই জোরকদমে প্রচার করছে। এদিন গয়েরকাটায় ভোট প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে এদিন ভোট প্রচারে এসে গয়েরকাটায় একাংশ ব্যবসায়ীর ক্ষোভের মুখে পড়তে হয় সুকান্তবাবুকে।  এদিন  ব্যবসায়ীরা গয়েরকাটার উন্নয়ন প্রসঙ্গে তাঁর কাছে ক্ষোভ উগরে দেন। ব্যবসায়ী অনুরুদ্ধ ঘোষ সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করে বলেন, বিধায়ক, সাংসদ আপনাদের দলেরই ছিল কিন্তু আমরা সেভাবে পরিষেবা পাইনি। সাঁকোয়াঝোরা ১নং পঞ্চায়েতের গয়েরকাটার বাসিন্দারা বঞ্চনার শিকার। গয়েরকাটা মৃতপ্রায় পঞ্চায়েত সদরে পরিণত হয়েছে। যদিও সুকান্তবাবু ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বিষয়টা আমি দেখব। সাংসদ, বিধায়কদের একটা সীমাবদ্ধতা থাকে। তার বাইরে গিয়ে কেউ কাজ করতে পারেন না। আপনাদের দাবি নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা আমার কাছে আসুন।


    এদিন প্রথমে সুকান্ত মজুমদার পূর্ব গয়েরকাটায় যান। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পর গয়েরকাটা বাজারে ব্যবসায়ীদের মধ্যে প্রচার চালান। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহারকে জেতানোর আহ্বান জানান। এর আগে একটি বেসরকারি রিসর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। পাশাপাশি তিনি  জন বারলা  প্রসঙ্গে বলেন, তিনি এখনও আমাদের দলেই আছেন। ভবিষ্যতে কী করবেন সেটা তাঁর ব্যাপার। তাঁকে নিয়ে কে প্রচার করবেন সেটা তাদের ব্যাপার। 


    এদিন গয়েরকাটায় ভোট প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায় সহ অনান্যরা।
  • Link to this news (বর্তমান)