• প্লাস্টিক থেকে ডাস্ট বানিয়ে বিক্রি করছে খাগড়াবাড়ি-২ পঞ্চায়েত
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ডাস্ট প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্লাস্টিকের রিসাইকেলিং জোন। ময়নাগুড়ি শহর সহ গ্রামের প্লাস্টিক পাঠানো হচ্ছে সেখানে। সেখানে মেশিনের সাহায্যে সাধারণ প্লাস্টিককে ডাস্টে পরিণত হচ্ছে। খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের এই ইউনিটে রয়েছে বেশকিছু মেশিন। এই কাজের দায়িত্বে রয়েছেন সেলফ হেল্প গ্রুপের কর্মীরা সহ খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। ডাস্ট প্লাস্টিক ৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াবাড়ি-২ পঞ্চায়েতের প্রধান বাবলু রায়। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, ডাস্ট প্লাস্টিক দিয়ে রাজগঞ্জে রাস্তা তৈরি হয়েছে। আগামীতে অন্যান্য এলাকাগুলিতেও এই প্লাস্টিক পাঠানো হবে।


    খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিসাইকেলিং জোন ইউনিটে মোট মেশিন রয়েছে ১০টি। সেখানে এই কাজের দায়িত্বে রয়েছেন ১৪ জন। ময়নাগুড়ি পুরসভা এলাকা থেকে সংগ্রহ করা হয় প্লাস্টিক। এরপর সেটিকে খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ইউনিটে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ডাস্ট প্লাস্টিকের সঙ্গে পিচের সংমিশ্রণ করে তৈরি করা হয় রাস্তা। ইতিমধ্যেই বেশকিছু রাস্তা এভাবে তৈরি করা হয়েছে। 


    গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় বলেন, ডাস্ট প্লাস্টিক বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেটা পঞ্চায়েত উন্নয়নের খাতে খরচ করবে। ইতিমধ্যেই ২ কুইন্টাল বিক্রির জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। বিডিও বলেন, জলপাইগুড়িতে এই ডাস্ট প্লাস্টিক দিয়ে রাস্তার কাজ হয়েছে। আগামীতে এই ব্লকেও হবে। এদিকে, ময়নাগুড়িতে নিষিদ্ধ ক্যারিব্যাগের ব্যবহার ক্রমাগতই চোখে পড়ছে। আর এবিষয় নিয়ে পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বলেন, ময়নাগুড়িকে প্লাস্টিকমুক্ত করা হচ্ছে। আমাদের টিম প্লাস্টিক সংগ্রহ করছে। সেটি খাগড়াবাড়ি ২ পঞ্চায়েত এলাকায় পাঠাচ্ছে।
  • Link to this news (বর্তমান)