নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কিছুতেই বদলাচ্ছে না জলপাইগুড়ি মেডিক্যালের ছবি। শুক্রবার ওয়ার্ডবয়ের দেখা না পেয়ে রোগীর হুইল চেয়ার ঠেললেন ৭০ বছরের এক বৃদ্ধ। এ ঘটনা ফের প্রশ্ন তুলে দিয়েছে হাসপাতালের পরিষেবা নিয়ে।
গত কয়েকদিনে জলপাইগুড়ি মেডিক্যালে একাধিক ছবি সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে, ওয়ার্ডবয় না পেয়ে কখনও রোগীর বাড়ির মহিলা সদস্যরা ট্রলি ঠেলছেন, কখনও আবার রোগীর পরিবারের পুরুষদের দেখা গিয়েছে ট্রলি কিংবা হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে। কিন্তু এদিন এক বৃদ্ধকে রোগীর হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে দেখার যে ছবি ধরা পড়েছে, তাতে যথেষ্টই আলোড়ন ছড়িয়েছে। মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, আমরা সিসি ক্যামেরায় নজরদারি চালাচ্ছি। কোনও কর্মীর কর্তব্যে গাফিলতির প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফালাকাটার বাসিন্দা শঙ্কর বর্মনের পা ভেঙেছে কিছুদিন আগে। অপারেশনের পর এদিন মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। এখনও ঠিকমতো দাঁড়াতে পারছেন না। চিকিৎসক দেখানোর পর ওয়ার্ডবয়ের দেখা না পেয়ে নিজেই হুইল চেয়ার জোগাড় করে নিয়ে আসেন ওই রোগীর বাবা হরেন বর্মন। তারপর সত্তর ছুঁইছুঁই হরেনবাবু নিজেই হুইল চেয়ার ঠেলে উপরতলা থেকে ছেলেকে নামিয়ে নিয়ে আসেন হাসপাতালের বাইরে।
মেডিক্যালের সুপার বলেন, ট্রলি বা হুইল চেয়ার টানার জন্য হাসপাতালে কর্মীরা আছেন, এটা রোগীর পরিবারকে জানাতে আমরা মাইকে প্রচারের ব্যবস্থা করছি।