• মাদারিহাট বিধানসভা এলাকার সর্বত্র এখন পরিবর্তনের হাওয়া
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • রবীন রায়, আলিপুরদুয়ার: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আর মাত্র দেড় বছর বাকি। তার আগে মাদারিহাট বিধানসভার উপ নির্বাচন হচ্ছে। অর্থাৎ দেড় বছরের মধ্যে এই বিধানসভার ভোটারদের ফের ভোটের মুখোমুখি হতে হবে। দেড় বছরের মধ্যে ফের ভোট দিতে হলেও এবার মাদারিহাটের মানুষ বদল চাইছে। দেড় বছরের জন্য পরিবর্তন চাওয়ার হাওয়াই এখন ঘুরছে বিধানসভার সর্বত্র। চা বলয় তো বটেই এবার উপ নির্বাচনে এই বদলের হাওয়া ঘুরছে শহরাঞ্চলেও। যে শহরাঞ্চলের ভোটাররা চব্বিশেই ঢেলে ভোট দিয়েছিলেন বিজেপিকে।


    মাদারিহাটকে বিজেপির গড় বলা হয়। উপ নির্বাচনে রাজ্যের ছ’টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি মাদারিহাটকে তাঁদের নিরাপদ আসন বলে মনে করে। বিজেপির সেই নিরাপদ আসনেই হঠাৎ করে এবার বদলের হাওয়া উঠেছে। 


    একুশে শহরাঞ্চলের ভোটব্যাঙ্কের একটা বড় অংশ টেনে মাদারিহাটে বাজিমাত করেছিল বিজেপি। অথচ গয়েরকাটা, মাদারিহাট, বিন্নাগুড়ি থেকে বীরপাড়া বাজারের মতো শহরাঞ্চলেও এবার এই বদলের আওয়াজ উঠে গিয়েছে। চা শ্রমিকদের মুখেও এই বদলের ইঙ্গিত স্পষ্ঠ। কিন্তু প্রশ্ন হল কেন এবার মাদারিহাটে এই পরিবর্তনের ইঙ্গিত? 


    বিধানসভার আনাচে কানাচে সাধারণ ভোটারদের আলোচনার আড্ডায় কান পাতলেই শোনা যাচ্ছে মনোজ টিগ্গা তো দু’বার ভোটে জিতলেন। কিন্তু সাড়ে আট বছরের বিধায়ক থেকেও তিনি এলাকার কোনও উন্নয়ন কাজই করতে পারলেন না। বীরপাড়া বাজারের বাসিন্দা রাজেশ ধানোয়ার বলেন, ঠিক সেই কারণেই দেড় বছরের জন্য হলেও মানুষ এবার বদল চাইছে। গৃহবধূ অনিতা কুজুর বলেন, বারবার ভোট দেওয়ার পরেও এলাকার উন্নয়ন না হলে মানুষ তো তিতিবিরক্ত হবেই। সেজন্যই মানুষ এবার এই বদল চাইছে। 


    বীরপাড়ার মানুষের সবচেয়ে দু’টি বড় দাবি রেলগেটে ফ্লাইওভার নির্মাণ ও দলগাঁও স্টেশন থেকে ডলোমাইটের সাইডিং স্থানান্তর। কিন্তু কেন্দ্রে বিজেপির সরকার থাকার পরেও মনোজবাবু কোনও সমস্যাই মেটাতে পারেননি বলে অভিযোগ। একই অভিযোগ চা শ্রমিকদেরও। শ্রমিকদের কথায়, ধারাবাহিকভাবে প্রতিটি ভোটে তাঁরা বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার চা বাগান ও শ্রমিকদের উন্নয়নে কিছুই করছে না। শ্রমিকদের যা কিছু উন্নয়ন, রাজ্য সরকারই করছে।


    মাদারিহাটে ২৪টি চা বাগানে ৭৮টি বুথ। চব্বিশের ভোটে বাগানের এই ৭৮টি বুথে তৃণমূল ৩৮টি ও বিজেপি ৪০টিতে এগিয়ে ছিল। অর্থাৎ সমানে সমানে লড়াই হয়েছিল। অথচ আগের ভোটগুলিতে তৃণমূল বাগানের কোনও বুথেই গড়ে ৩০ বা ৪০ শতাংশের বেশি ভোট পায়নি। ফলে চব্বিশের ভোট থেকেই চা বাগানে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নামতে শুরু করেছে। কিন্তু শহরাঞ্চলের ভোট টেনে বিজেপি মাদারিহাট বিধানসভায় ১১ হাজার ভোটের লিড পেয়েছিল। কিন্তু উন্নয়ন না হওয়ার ক্ষোভ থেকে এবার উপ নির্বাচনে সেই শহরাঞ্চল এলাকাতেও পরিবর্তনের হাওয়া উঠেছে। 


    যদিও বিজেপির জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গা বলেন, আমি বিরোধী দলের বিধায়ক ছিলাম বলে মাদারিহাটের উন্নয়নে রাজ্য সহযোগিতা করেনি। রাজ্যের অসহযোগিতার কারণেই ডলোমাইট সাইডিং সরানো থেকে ফ্লাইওভার নির্মাণ কোনও কাজ করা যায়নি। এলাকার মানুষও সেটা জানে। তাই উপ নির্বাচনেও আমাদের দল জিতবে।
  • Link to this news (বর্তমান)