• কুলিকে ছটঘাটে তলিয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ছটপুজো চলাকালীন কুলিক নদীতে তলিয়ে মৃত্যু হল যুবকের। মৃত রঞ্জিত রামের (৩৫) বাড়ি বারদুয়ারী এলাকায়। তিনি পেশায় রাইস মিলের কর্মী। শুক্রবার কাকভোরে ঘটনাটি ঘটে রায়গঞ্জ শহরের খরমুজা ঘাটে। 


    পুলিস সূত্রে খবর, ছটপুজো চলাকালীন কিশোর প্রিন্স বর্মণ (১১)ও রঞ্জিত রাম খরমুজা ঘাট থেকে কুলিকের জলে স্নান করতে নেমে গভীর জলের দিকে চলে যায়। তাদের তলিয়ে যেতে দেখে স্থানীয় যুবক কার্তিক রায় প্রিন্সকে উদ্ধার করলেও রঞ্জিত তলিয়ে যান। রায়গঞ্জ থানার পুলিস দীর্ঘক্ষণ স্পিড বোট, নৌকা নিয়ে তল্লাশি করলেও তাঁর হদিশ মেলেনি। শেষে ডুবুরি নামিয়ে যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর। ঘাটে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিসের অতিরিক্ত পুলিস সুপার, রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি সহ পুরসভার কয়েকজন জনপ্রতিনিধি। 


    পুণ্যার্থীদের সতর্কতার জন্য বারবার চলছিল সতর্কতামূলক ঘোষণা। ছিল সুরক্ষার নানা ব্যবস্থা। নজরদারি চালাতে উড়ছিল ড্রোনও। তারপরও ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। রায়গঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর সাধনকুমার বর্মণ বলেন, খরমুজা ঘাটে আগেও ছটপুজোর সময় জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরেও এমন মর্মান্তিক ঘটনা ঘটল।


    স্থানীয় ও পুলিস সূত্রে খবর, যেভাবে পুরসভা নিরাপত্তার ব্যবস্থা করেছিল তাতে কারও ডুবে যাওয়ার কথা নয়। তা সত্ত্বেও রঞ্জিতের তলিয়ে যাওয়ার কারণ তিনি সাঁতার জানতেন না। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)