• সামাজিক পরিষেবায় উদ্যোগ মুথুটের
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন গ্রুপ চেয়ারম্যান এম জি জর্জ মুথুটের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক উন্নয়নের উদ্যোগ নিল মুথুট গ্রুপ। আর্থিকভাবে পিছিয়ে পড়া ২৫০টি শিশুকে স্কুল ব্যাগ তুলে দেয় তারা। ৫০ জনের সোয়েটারের ব্যবস্থা করা হয়। এক হাজারের উপর মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবার। দেড় হাজার কম্বল বিতরণ করা হয় দিল্লির ৪০টি হোমে। শারীরিকভাবে পিছিয়ে পড়া ১০ জনকে দেওয়া হয় ব্যাটারিচালিত তিনচাকার গাড়ি। পশ্চিমবঙ্গের চন্দ্রকোনা রোডে বন্যাকবলিত এলাকায় দেওয়া হয় ত্রাণ। এছাড়াও যোধপুর ও রাজকোটে পড়ুয়াদের দেওয়া হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নোটবুক। গোয়ার একটি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করে দিয়েছে মুথুট গ্রুপ। সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আলেকজান্ডার জর্জ মুথুট বলেন, এম জি জর্জ মুথুট সামাজিক উন্নয়নে আমাদের যে পথ দেখিয়ে গিয়েছেন, আমরা সেই পথেই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পালন করছি। 
  • Link to this news (বর্তমান)