• চলতি মাসেই সিনার্জি রাজ্যে
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সমস্যার সমাধানে চলতি মাসেই এমএসএমই সিনার্জির আয়োজন করতে চলেছে রাজ্য। ১৪ নভেম্বর হবে হওড়ায়। এরপর পর্যায়ক্রমে হবে বিভিন্ন জেলায়। শুক্রবার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান বিভাগীয় সচিব রাজেশ পান্ডে। একদিকে যেমন উদ্যোগপতিরা তাঁদের সমস্যা নিয়ে আসেন, তেমনই ব্যাঙ্ক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলিও আসে। প্রশাসনিক জট কাটানো থেকে শুরু করে ঋণ সংক্রান্ত সুরাহা হয় সিনার্জিগুলিতে। এদিন প্রধান সচিব বলেন, রাজ্যে এমএসএমই সংক্রান্ত যে ইনসেন্টিভ স্কিম চালু আছে, তাতে কিছু পরিবর্তন করতে চান তাঁরা। এজন্য শিল্পমহলের থেকে পরামর্শ চান তিনি।
  • Link to this news (বর্তমান)