যোধপুর পার্কে মাইক ছাড়াই পুজো, নির্দেশ হাইকোর্টের
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাউড স্পিকার ছাড়াই জগদ্ধাত্রী পুজো করতে করতে হবে যোধপুর পার্কে। পুলিসের দেওয়া সমস্ত বিধি মানতে হবে তাদের। এই মর্মে এক নির্দেশ জারি করল হাইকোর্ট। অভিযোগ, বিশেষভাবে সক্ষমদের স্কুলের সামনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে যোধপুর পার্ক আনন্দ সঙ্ঘ। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে এদিন পুজো উদ্যেক্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মন্তব্য, স্থানীয় মানুষের কথা পুজো উদ্যোক্তাদের ভাবতে হবে। পূজিত দেবীর থেকে কি পুজো উদ্যোক্তারা বড়? তেমনটা হলে পুজো কমিটির কর্তাদের ছবি বড় করে টাঙিয়ে দেওয়া হোক। এরপরই বিচারপতি জানিয়ে দেন, মাইক ও লাউডস্পিকার ছাড়াই পুজো করতে হবে উদ্যোক্তাদের। বিশেষভাবে সক্ষম শিশুদের প্রতি উদ্যোক্তাদেরও দায়বদ্ধতা রয়েছে। তবে এই প্রথম নয়, দক্ষিণ কলকাতার যোধপুরপার্কে ১০০১ শিশুকে এক পাউন্ড করে কেক বিতরণের কর্মসূচিকে কেন্দ্র করেও মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলের সামনে কোনও কর্মসূচি করা যাবে না বলেই নির্দেশ দিয়েছিল আদালত।
কিন্তু এবার ওই জায়গায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি দেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই কারণে ডিভিশন বেঞ্চ বিষয়টিতে আর হস্তক্ষেপ করেনি। যদিও পুজো উদ্যোক্তাদের তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এবং আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী জানান, যোধপুর পার্ক আনন্দ সঙ্ঘ ৩৫ বছর ধরে ওই পুজো করছে। আদালতের নির্দেশ মেনেই পুজো হবে বলে এদিন শুনানিতে তাঁরা জানান।