• হাওড়ার নলপুরে লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, উল্টে গেল পরপর ৩টি বগি
    আজ তক | ০৯ নভেম্বর ২০২৪
  • Howrah- Secunderabad Train Derailed: হাওড়ায় লাইনচ্যুত ট্রেন। নলপুরে লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। পরপর ৩টি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এই ট্রেনটি সাপ্তাহিক বিশেষ ট্রেন। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয় শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক বিশেষ ট্রেনটি।

    সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে ট্রেনটি আসছিল।  হতাহতের কোনও খবর নেই, তবে অনেক যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইনচ্যুত বগি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। রেলের তরফে জানানো হয়েছে, বড় কোনও ক্ষতি হয়নি। এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং মাত্র এক বা দুইজন যাত্রী সামান্য আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে।

    দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, '২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। যার মধ্যে একটি পার্সেল ভ্যান এবং ২টি কোচ রয়েছে। সমস্ত যাত্রীরা যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেজন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে।'  

    ট্রেনের যাত্রীরা জানান, ভোরে বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তারপর জানা যায় ট্রেনের ৩টি বগি লাইন থেকে বাইরে বেরিয়ে গেছে। ট্রেনের গতি কম থাকায় বড় কোনও দুর্ঘটনা এড়ানো গেছে।
  • Link to this news (আজ তক)