শীতের আগে ফের টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, কবে থেকে? আবহাওয়ার খবর
আজ তক | ০৯ নভেম্বর ২০২৪
Rain in West Bengal: ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে আবহাওয়া। সকাল ও রাতের বাতাসে হালকা ঠান্ডার আমেজ সঙ্গে কুয়াশা। শীত পড়তে এখনও দেরি রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তার আগে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস।
তবে আজ, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। ১১ তারিখ ২ জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ১৩ তারিখ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। ১১ তারিখ দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে কিছু এলাকায় হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী পাঁচদিনে তেমন কোনও পরিবর্তন নেই। আজ, শনিবার রোদ ঝলমলে আকাশ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গেও আপাতত দু-তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ১৩ তারিখ থেকে টানা বৃষ্টি শুরু হবে। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে টানা বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। কবে থেকে শীত পড়বে তা নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস।