• ‘মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মমতার হাত থেকে মুক্তি দেও মা’
    হিন্দুস্তান টাইমস | ০৯ নভেম্বর ২০২৪
  • দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মমতার হাত থেকে রাজ্যবাসীর মুক্তি প্রার্থনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুর্গাপুরে স্বপ্ন উড়ান নামে একটি সংস্থার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, ‘মাকে একটাই কথা বলব, মমতার হাত থেকে মুক্তি দেও মা।’ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের একবার হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন তিনি।

    এদিন শুভেন্দুবাবু ফের একবার বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় মন্ত্রী ফিরহাদ হাকিমের করেন। তিনি বলেন, ‘ওনার ইন্ডি জোটের শরিক কংগ্রেস তার মন্ত্রী ইরফান আনসারি। কদিন আগেই একজন মহিলা জনজাতি নেত্রী সীতা সোরেনকে বলেছেন রিজেকটেড মাল। এপারে ইন্ডি জোটের আরেক শরিক তৃণমূলের মন্ত্রী এখানে রেখা পাত্রকে বলছেন হেরো মাল। এদের সংস্কৃতি এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায়। এদের আসল পরিচয় কী? এরা মহিলাদের গনিমতের মাল বলে মনে করে। সেই কালচারের বহিঃপ্রকাশ এদের মুখ থেকে বেরিয়েছে। মহিলা কমিশন, তফশিলি কমিশন এতে তৎপর হয়েছে। রেখা পাত্রসহ শতাধিক তফশিলি মহিলা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা যা করার আইনি ব্যবস্থা করব। ফিরহাদ হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না।’

    বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচার নিয়ে এক প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘থ্রেট কালচারের জনক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কথা ছাড়ুন, তিনি সাংবাদিকদেরও থ্রেট দেন।’ এর পরই পিছনে থাকা বিগ্রহের দিকে ফিরে শুভেন্দু অধিকারী করজোড়ে বলেন, ‘মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মমতার হাত থেকে মুক্তি দেও মা। এটা হলেই হয়ে যাবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)