মালদহে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ৩ প্রাতঃভ্রমণকারীর
প্রতিদিন | ০৯ নভেম্বর ২০২৪
বাবুল হক, মালদহ: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তাঁরা। শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। গুরুতর আহত আরও দুই প্রাতঃভ্রমণকারী-সহ পিক্যাপ ভ্যানের চালক। আহতরা চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন সকালেও তুলসিহাটা গ্রামের কয়েকজন বাসিন্দা জাতীয় সড়কের ধারে প্রাতঃভ্রমণ করছিলেন। ওই সময় হঠাৎ তুলসিহাটার দিক থেকে একটি পিকআপ ভ্যান প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাতঃভ্রমণকারীদের ধাক্কা মেরে রাস্তার ধারের খাদে উলটে যায়। পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিন প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হয়। দিলীপ সাহা, বয়স ৪৯ বছর, ফেকন লাল রাম, বয়স ৬০ বছর এবং সুরেশ খৈতান, বয়স ৬০ বছর। তাদের সকলেরই বাড়ি তুলসিহাটা গ্রামে। গুরুতর আহত হয় দুই প্রাতঃভ্রমণকারী-সহ পিক্যাপ ভ্যানের চালককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠান।
এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জমান। ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। স্বভাবতই এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।