পুজোর পরে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে গিয়ে আজ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় সাংসদের যে অফিস রয়েছে, সেখানেই হবে ওই কর্মসূচি। দলের কেউ কেউ কর্মসূচিকে ‘বিজয়া সম্মিলনী’ আখ্যা দিলেও, অভিষেক তা বলছেন না। তাঁর কথায়, ‘‘অনেক দিন সবার সঙ্গে দেখা হয়নি। বিজয়ার পরে সবার সঙ্গে দেখা করব।’’ এর আগে গত ১১ অগস্ট প্রশাসনিক কর্মসূচিতে নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন অভিষেক। মাঝে কয়েক সপ্তাহ চোখের অস্ত্রোপচারের জন্য অভিষেককে আমেরিকায় থাকতে হয়েছিল। কালীপুজোর দু’দিন আগে তিনি কলকাতায় ফেরেন। আজ অভিষেকের এই কর্মসূচিতে নজর থাকবে।
মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে আজই প্রথম বার দলীয় তদন্ত কমিটির মুখোমুখি হবেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। বেলা সাড়ে ১২টায় আলিমুদ্দিন স্ট্রিটে তাঁর হাজিরা দেওয়ার কথা। এর আগে বরাহনগর থানায় দু’দিন ডেকে তন্ময়কে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
নভেম্বরের মাঝামাঝি থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। সেই সময় উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গেই নামতে পারে পারদ। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বাকি জেলার তুলনায় তাপমাত্রা বেশি কমতে পারে।
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোর সাজে সেজেছে গোটা চন্দননগর। ছোট, বড় বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবারের মতো আজও জনজোয়ার দেখা দিতে পারে চন্দননগরে। মণ্ডপে মণ্ডপে আজ কেমন ভিড় হয়, নজর থাকবে সে দিকে।