ঘটনাটি ক্যানিং বাজার এলাকার। সেখানেই একটি লজে শুক্রবার দুপুরে মহিলাকে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিছু ক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে লজের কর্মীদের জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। এর পর লজকর্মীদের সহায়তায় ওই মহিলাকে তিনি নিকটবর্তী ডাক্তারের চেম্বারে নিয়ে যান। পরে সেখান থেকে উধাও হয়ে যান বলে অভিযোগ। সংশ্লিষ্ট চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার বয়স ৪৭। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন আইসি ক্যানিং সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল। মহিলার দাদা তাঁর সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণ-খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মহিলার সঙ্গীর খোঁজ চলছে। আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা যুবকের পূর্বপরিচিত ছিলেন। শুক্রবার লজের যে ঘরে তাঁরা ছিলেন, সেই ঘরটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লজটি নিয়েও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের একাংশের দাবি, লজে দেহব্যবসা চলে। সেই উদ্দেশ্যেই দুপুরে মহিলাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কি না, পুলিশ খতিয়ে দেখছে।