• নভেম্বরের মাঝামাঝি থেকে নামতে পারে পারদ, রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া, বৃষ্টি হবে কি? জানাল আলিপুর
    আনন্দবাজার | ০৯ নভেম্বর ২০২৪
  • নভেম্বরের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গে পারদ পতনের সম্ভাবনা। আগামী সপ্তাহে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তুরে হাওয়া ঢুকলে পারদ নামবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা অনুভূত হতে পারে।

    দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ওই ঘূর্ণাবর্ত থেকে অচিরেই তৈরি হবে নিম্নচাপ। তবে বাংলার উপর তার সরাসরি কোনও প্রভাব পড়ছে না। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ওই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। তার জেরে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুকনো থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। তবে অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় পাহাড়ি এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আগামী সপ্তাহে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

  • Link to this news (আনন্দবাজার)