• সন্দীপ-অভিজিতের ফোনের ডিলিট ডেটা উদ্ধার, আগামী সপ্তাহে CBI-র বড় পদক্ষেপ?
    আজ তক | ০৯ নভেম্বর ২০২৪
  • আরজি কর-কাণ্ডে সিবিআই ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ রয়েছে। ওই চার্জশিট অনুযায়ী, আরজি করে তরুণী ডাক্তারকে 'ধর্ষণ' করা হয়েছিল। ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত। এই তদন্তে এবার দ্রুত সাপ্লিমিন্টরি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। শিয়ালদহ কোর্টে এই চার্জশিট পেশ করা হবে।

    আগামী সপ্তাহে আরজি কর-তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হতে পারে। সিবিআই সূত্রের খবর, এই চার্জশিটে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসাপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম থাকতে পারে। উল্লেখ্য, গত মাসে সিবিআই যে চার্জশিট পেশ করেছিল তাতে আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের নামই ছিল।

     সিবিআই সূত্রের দাবি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। তদন্তে সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ মিলেছে। তা থাকবে সাপ্লিমেন্টারি চার্জশিটে। 

    সিবিআই সূত্রের খবর, ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের একাধিকবার ফোনে কথা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু কল ডিটেলস মুছে ফেলা হয়েছিল বলে ফরেনসিক রিপোর্টে উল্লেখ রয়েছে। সন্দীপ ও অভিজিতের ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। মুছে দেওয়া সেই সমস্ত তথ্য পুনরুদ্ধার করেছে ফরেনসিক ল্যাব।

    তাঁদের ফোনে থেকে পাওয়া বেশ কিছু ভিডিও এবং এমন কিছু ফোন নম্বর পাওয়া গিয়েছে, যা সন্দেহজনক। এর নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন সিবিআই তদন্তকারীরা। ঘটনা ধামাচাপা দিতেই কি কল ডিটেলস মুছে ফেলেছিলেন তাঁরা? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে। সিবিআইয়ের সাপ্লিমিন্টরি চার্জশিটেই রয়েছে যাবতীয় উত্তর। 

    সংবাদদাতা: রাজেশ সাহা
  • Link to this news (আজ তক)