এক বছরের শিশুকন্যার পা মুচকে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে, পুলিসের দ্বারস্থ গৃহবধূ
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে চরম নিন্দনীয় ঘটনা। এক বছরের শিশু কন্যার পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। একইসঙ্গে ঝামেলার সময় ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধেও। পরে ওই গৃহবধূর মায়ের তৎপরতায় উদ্ধার করা হয় ওই বধূ ও শিশুটিকে। তাঁদেরকে সঙ্গে নিয়ে সোজা থানায় হাজির হন ওই গৃহবধুর মা। শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় এপ্রসঙ্গে লিখিত অভিযোগও দায়ের হয়েছে।
পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিস।
গৃহবধূর অভিযোগ, মেয়ে হওয়ার কারণে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই অশান্তি শুরু করেছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এতদিন নানা গঞ্জনা দেওয়া হলেও রবিবার এই অত্যাচার তীব্রতর হয়ে ওঠে। এমনকী ছাড় দেওয়া হয়নি একরত্তি শিশুকেও। যার জেরে থানার দ্বারস্থ হতে বাধ্য হন গৃহবধূ।