• জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ১, উত্তেজনা
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি:  জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আমিনুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ বড়গিলা এলাকায়। গতকাল, শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে। এরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

    জানা গিয়েছে, আমিনুল পেশায় একজন শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় তিনি সাইকেলে করে স্থানীয় একটি আলুর গুদামে যাচ্ছিলেন। ময়নাগুড়ির দক্ষিণ বড়গিলা এলাকার কাছে আসতেই আচমকা একটি বাইক তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান আমিনুল। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় আমিনুলকে তারা উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক বাইকটির কোনও হদিশ পাওয়া যায়নি। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাইকটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও।আমিনুলের এক আত্মীয় তমিরুল ইসলাম বলেন, “আমিনুলে এক ছেলে এবং দুই মেয়ে। পেশায় তিনি ছিলেন একজন শ্রমিক। সংসারে এমনিতেই অনটন ছিল। এখন সংসার কী ভাবে চলবে, সেটাই চিন্তার।”
  • Link to this news (বর্তমান)