• ‘হট নাচ’ করতে বাধা দেওয়ায় মারধর নৃত্যশিল্পীদের, নন্দকুমারে গ্রেপ্তার ২
    দৈনিক স্টেটসম্যান | ০৯ নভেম্বর ২০২৪
  • স্বল্প পোষাকে নাচ করতে না চাওয়ায় ‘মারধর’ করা হল মহিলা নৃত্যশিল্পীদের! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটা ক্লাবের উদ্যোক্তাদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের করা হয় নন্দকুমার থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ক্লাবের ২ জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

    সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার রাতে নন্দকুমারের ঠেকুয়া বাজার এলাকায় ‘সোনার বাংলা’ নামক একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের পুজো উদ্যোক্তারা। এই উদ্দেশ্যে বাইরে থেকে নৃত্যশিল্পী নিয়ে আসা হয়। তাঁদের সঙ্গে করা হতে থাকে অভব্য আচরণ। নির্ধারিত সময়ের বেশি তাঁদের দিয়ে নাচ করানো হয়। তারপরে মহিলাদের স্বল্প পোষাকে ‘হট নাচ’ করতে বলা হয়। নৃত্যশিল্পীরা তাতে রাজি না হওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে দেয় ক্লাবের সদস্যরা।

    নৃত্যশিল্পীরা কোনওরকমে তাঁদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। সংগঠনের লোকজন সঙ্গে সঙ্গে পৌঁছোন নন্দকুমার থানায় এবং অভিযোগ জানান। পুলিশ এসে তাঁদের মুক্ত করে।

    অভিযোগকারিণী এক মহিলা নৃত্যশিল্পীর কথায়, ‘নন্দকুমারের ঠেকুয়া বাজারের একটি ক্লাব আমাদের নাচের জন্য বুকিং করে। সন্ধ্যা ৭টায় আমরা অনুষ্ঠান স্থলে পৌঁছে যাই এবং টানা তিন ঘণ্টা আমরা অনুষ্ঠান করি। এর পর তাঁদের অনুরোধে আরও বেশ খানিকটা সময় আমরা নাচগান করেছিলাম। এর পরেই একাধিক ক্লাব সদস্য আমাদের অশ্লীল নাচের জন্য জোরাজুরি করতে থাকে। আমরা প্রতিবাদ করতেই গ্রিন রুমে ঢুকে আমাদের ওপর হামলা চালানো হয়।’

    যদিও, এই অভিযোগ অস্বীকার করেন ক্লাবের উদ্যোক্তারা। তাঁদের গলায় শোনা যায় উলটো সুর। তাঁদের একজনের দাবি, ‘কোনও অশ্লীল নাচের দাবি করা হয়নি। নাচের জন্য নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। এই নিয়ে বাকবিতণ্ডা চলার সময় নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙেছে। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে মিথ্যে শ্লীলতাহানির ও অশ্লীল নাচের আসরের কথা বলে চালাচ্ছেন নাচের শিল্পীরা।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)