• 'মা ওরা আমাকে বাঁচতে দেবে না', কালনায় ছাত্রীর রহস্যমৃত্যু...
    ২৪ ঘন্টা | ০৯ নভেম্বর ২০২৪
  • সঞ্জয় রাজবংশী: মায়ের সাথেই হয়েছিল তাঁর শেষ কথাবার্তা। শেষবারের মতো কথা বলার পর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় কালনার কৃষ্ণ দেবপুর উচ্চ বিদ্যালয়ের দাদ্বশ শ্রেণীর ছাত্রীর। কালনা রেল পুলিসের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। কিন্তু মা ও মেয়ের সাথে শেষ কথাটাই সন্দেহের দানা বাঁধে মৃতার আত্মীয়দের মনে। পুলিসের দাবি উড়িয়ে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার আত্মীয়রা।

    দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে কালনা হাসপাতাল তারপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সঠিক তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানার দাবি তুলেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এইদিন মৃত ছাত্রীর আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কালনা জিআরপি পুলিস। সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে মৃত ছাত্রীর পরিজনদের জিআরপি পুলিস। 

    মৃত ছাত্রীর পরিবার পুলিসের বিরুদ্ধে উগরে বলেন যে, 'তাদের মেয়ে সুসাইড করেছে সেটা একদমই ভুল কথা। আমাদের মেয়ে সুইসাইড করতেই পারেনা তাকে খুন করা হয়েছে।' মৃত্যুর আগে ওই ছাত্রীকে কালনা স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ছাত্রীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে কালনা রেল পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)