• কখনও ডুবে জলে, পরক্ষণেই তিনতলার জানলায়! যুবকের কাণ্ডে হুলস্থুল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
    প্রতিদিন | ০৯ নভেম্বর ২০২৪
  • অর্ক দে, বর্ধমান: শনিবার সাতসকালে এক ব্যক্তির অদ্ভুত ব্যবহারে হুলস্থুল কাণ্ড বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে! প্রথমে রসায়ন বিভাগের সামনের একটি পুকুরে গলা অবধি জলে ডুবে চিৎকার করতে থাকেন ওই যুবক। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ছোড়েন ইট, পাটকেল। ঘটনাস্থল থেকে পালিয়ে কিছু পরে ঝুলতে থাকেন তিনতলার জানলায়। দীর্ঘ চেষ্টার পর দমকলের সাহায্যে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে।

    প্রতিদিনের মতো এদিন সকালে এলাকার কয়েকজন বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে প্রাতঃভ্রমণে বেরোন। সেই সময় তাঁরা দেখেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি প্রায় ১৭ফুট গভীর পুকুরে গলা অবধি ডুবে চিৎকার করছেন। বিষয়টি নজরে আসতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের খবর দেন তাঁরা। তাঁকে জল থেকে উদ্ধার করা হয়।

    অভিযোগ, এর পরই ওই ব্যক্তি আচমকা ইট, পাটকেল ছুড়তে থাকেন। কাচের বোতল ভাঙেন নিজের মাথায়। থামাতে গেলে সেখান থেকে পালিয়ে যান তিনি। খবর দেওয়া হয় পুলিশে। বিস্তর খোঁজাখুঁজির পর বটানি বিভাগের পিছনের একটি ভবনের তিনতলার জানলা ধরে ঝুলতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পরও পুলিশ নিচে নামাতে না পারায় খবর দেওয়া হয় দমকলে। ফায়ার ব্রিগেডের কর্মীরা দরজার তালা ভেঙে জানলাটি খুলে তাঁর হাত মুক্ত করেন। ফের উপর থেকে ঝাঁপিয়ে পালাতে গেলেও কর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ওই ব্যক্তি কে? কীভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন? তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি কেন এই রকম কাণ্ড ঘটালেন, তাও জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তি ভবঘুরে। নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
  • Link to this news (প্রতিদিন)