• তালডাংরায় বিজেপির প্রচারে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
    হিন্দুস্তান টাইমস | ০৯ নভেম্বর ২০২৪
  • উপ নির্বাচনের প্রচারেও বিজেপির ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে বাঁকুড়ার তালডাংরাতে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের বাইকবাহিনী হামলা চালায় বলে অভিযোগ। হামলায় আহত হয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির দাবি, হারের ভয়ে হামলা করছে তৃণমূল।

    শুক্রবার সন্ধ্যায় তালডাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর হয়ে প্রচার করছিলেন ৩ জন বিজেপি কর্মী। অভিযোগ, তখন বাইকে করে কয়েকজন তৃণমূল দুষ্কৃতী এসে তাদের হুমকি দেয়। প্রচার বন্ধ করতে বলে। কিন্তু সেকথা না মানায় বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু করে তৃণমূল কর্মীরা। অভিযোগ এক বিজেপি কর্মীর মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হন বিশ্বরূপ দে নামে এক বিজেপি কর্মী।

    জগ ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। হামলায় আহত হন বিজেপি কর্মী বিশ্বরূপ দে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, হার নিশ্চিত জেনে অজুহাত সাজানো শুরু করেছে বিজেপি। এরকম কোনও ঘটনাই ঘটেনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)